news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

যুক্তরাষ্ট্র

আমেরিকায় ৪ বছরে সর্বোচ্চ বেকারত্ব

Next.js logo

প্রকাশিত:

গতকাল

নিউজটি শেয়ার করুন:

আবু জাফর: দেশের কর্মসংস্থানের বাজারে মন্দা অব্যাহত রয়েছে। বেকারত্বের হার চার বছরের মধ্যে বেড়ে চার দশমিক তিন শতাংশ দাঁড়িয়েছে। ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস-বিএলএস থেকে শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

Thumbnail for আমেরিকায় ৪ বছরে সর্বোচ্চ বেকারত্ব
ইনকিলাব

জুলাইমাসের জব রিপোর্ট দেখে বিএলএস কমিশনারকে বরখাস্তের মাসখানেক পরও পরিস্থিতির অবনতি হওয়ায় ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েলকে দুষেছেন প্রেসিডেন্ট ডনাল্ডট্রাম্প।

লেবারসেক্রেটারি লরি শ্যাভেজ ডেরিমার বলছেন, বিএলএস প্রতিবেদন দেখে পাওয়েলের উচিত লজ্জা পাওয়া।

গত জুলাইয়ের কর্মসংস্থান প্রতিবেদনদেখে প্রেসিডেন্ট ডনাল্ডট্রাম্প এতটাই হতাশ হয়েছিলেন যে, এর পুরো দায় তৎকালীন বিএলএস কমিশনার এরিকা ম্যাক এন্টারফারের ওপরচাপিয়ে তাকে বরখাস্ত করেছিলেন।

ট্রাম্পের অভিযোগ ছিল, এরিকা তথ্য-উপাত্তে কারসাজি করেছেন, কিন্তু আগস্টের জব রিপোর্ট পেয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায়এর পুরো দায় তিনি চাপিয়েছেন ফেড রিজার্ভ চেয়ার জেরম পাওয়েলের কাঁধে।

বিএলএসের সর্বশেষ রিপোর্টে বলা হয়, আগস্টে মাত্র ২২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টিহয়েছে, যা অর্থনীতিবিদদের প্রত্যাশারতিন ভাগের এক ভাগ। বেকারত্বের হার চার দশমিক দুই শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে চারদশমিক তিন শতাংশে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ চাকরির বাজারের প্রতিটি সূচকেই নেতিবাচক প্রবণতা।

সিএনএন বলছে, টানা তৃতীয় মাসের মতো নতুন চাকরি তৈরি নিয়ে অর্থনীতিবিদদের প্রত্যাশাপূরণ হয়নি। তার মানে দেশের কর্মসংস্থানের বাজারেমন্দা অব্যাহত রয়েছে।

যদিও কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাডনিকের আশা, বেশি দিন থাকবে না এমন পরিস্থিতি। তিনি অবশ্যকর্মসংস্থানের তথ্য-উপাত্তেনিম্নমুখী প্রবণতার জন্য লেবার ডিপার্টমেন্টে ট্রাম্পবিরোধীকারসাজি এবং বিএলএসের কারিগরির ত্রুটি দেখছেন, যা আগামীতে সংশোধন করা হবে।

লেবার সেক্রেটারি লরি শ্যাভেজ ডেরিমার বলছেন, প্রেসিডেন্ট বারবারতাগিদ দেওয়া সত্ত্বেও যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন ফেড রিজার্ভ প্রধান। অবশ্য ট্রাম্পের শুল্কনীতি এই ক্ষেত্রে কতটা প্রভাবকের ভূমিকা রেখেছে সেই বিষয়ে কিছু বলতে অপরাগতা প্রকাশ করেন শ্যাভেজ।

অন্যদিকে হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল ডিরেক্টরকেভিন হেসেটোমনে করেন, সুদের হার কমানো নিয়ে টালবাহানা কর্মসংস্থানের সূচকেবড় প্রভাব রেখেছে।

 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন